নিজস্ব প্রতিবেদক

  ১২ আগস্ট, ২০২০

বন্যায় ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ

সম্প্রতি অতিবর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ৩৩টি জেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭৫০ টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বন্যাকবলিত জেলা প্রশাসনগুলো থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা, বিতরণ করা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৯১ লাখ ১৩ হাজার ৮৫৬ টাকা। গোখাদ্য কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ এক কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। এছাড়া শুকনা ও অন্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৩৬ প্যাকেট। ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরি বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৩ লাখ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close