নিজস্ব প্রতিবেদক

  ০৬ আগস্ট, ২০২০

জামিন পেয়েছেন সিরাজাম মুনিরা

আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে তার জামিন হয়েছে। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম। পরে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলমকে বলেন, ‘নারী এবং শিক্ষক বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। তবে আদালত এও বলেছেন, যেহেতু তিনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাই তার আরো দায়িত্ব নিয়ে কথা বলা উচিত এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরো দায়িত্বশীল হতে হবে।’ তবে সিরাজাম মুনিরাকে কতদিনের বা কোনো শর্তে জামিন দিয়েছেন কিনা সে বিষয়ে আদালত কিছু বলেননি বলে জানান এই সহকারী অ্যাটর্নি জেনারেল। গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সিরাজাম মুনিরা বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের প্রভাষক। ছাত্রজীবনে তিনি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close