ফরিদপুর প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

ই-ফাইলিংয়ে পঞ্চমবার প্রথম ফরিদপুর

ই-ফাইলিংয়ে পরপর পাঁচবার প্রথম স্থানে রয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। গত জুন মাসের কার্যক্রমের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার একসেস টু ইনফরমেশন (এ টু আই) এ তথ্য প্রকাশ করে। ফলাফলে ১ জুন থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসন ২৪ হাজার ৫০৫টি ডাক নিষ্পন্নের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। একইসঙ্গে ফরিদপুর জেলা প্রশাসনে স্ব উদ্যোগে সৃজিত নোটের সংখ্যা ৪ হাজার ৩০০টি, ডাক থেকে সৃজিত নোট ৩ হাজার ৮৫৩টি, মোট পত্রজারী ৩ হাজার ৫৮৫টি। দেশের ৬৪টি জেলার মধ্যে ই-ফাইলিংয়ে ‘এ’ ক্যাটাগরির জেলা ২৫টি। এই ২৫টি জেলার মধ্যে গত পাঁচ মাসের মতো এবারে মে মাসের ফলাফলেও প্রথম স্থানে আছে ফরিদপুর জেলা প্রশাসন। কর্মরতরা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত ই-ফাইলিং কার্যক্রম আমরা সানন্দে গ্রহণ করেছি। এই পদ্ধতিতে কাজ গতানুগতিক কাজের চেয়ে সুবিধাজনক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close