নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুলাই, ২০২০

অনির্বাণ লাইব্রেরি

ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানবীজ বিতরণ

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত আড়াই হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের হাইব্রিড বীজ বিতরণ করেছে অনির্বাণ লাইব্রেরি। খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে লাইব্রেরির মূল ভবনে করোনা স্বাস্থ্যবিধি মেনে এই বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বীজ পৌঁছে দেওয়া হয়।

গতকাল সোমবার সকালে বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। লাইব্রেরির সভাপতি কালিদাশ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা চৌধুরী গোলাম নূর-এ-সানি, অধ্যাপক অশোক ঘোষ, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, লাইব্রেরির সাবেক সভাপতি সমীরণ দে, সহসভাপতি মানিক ভদ্র, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনিছুর রহমান, অনির্বাণ ছাত্র সংসদের সভাপতি বিপ্লব মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু আজীবন এ দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর এরশাদ-খালেদা যখন দেশ পরিচালনা করেছেন, তখন কৃষকের দুঃসময় গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close