চট্টগ্রাম ব্যুরো

  ১৮ এপ্রিল, ২০২০

চট্টগ্রাম বিআইটিআইডিতে করোনার কিট সংকট কেটে গেছে

চট্টগ্রামে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের কিট সংকট কেটে গেছে। গত বৃহস্পতিবার রাতের বিআইটিআইডিতে ১ হাজার ৯২০টি কিট পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

জানা যায়, বৃহত্তর চট্টগ্রামের ৬ জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কেন্দ্র বিআইটিআইডি কিটের সংকট তৈরি হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে বিআইটিআইডিতে ১৯২০টি রি-এজেন্টসহ কিট প্রদান করে। চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কিট গ্রহণ করেন। নিজের গাড়িতে করে বিআইটিআইডিতে কিট পাঠিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close