কলকাতা প্রতিনিধি

  ১৮ এপ্রিল, ২০২০

অতি স্পর্শকাতর হাওড়া, রেড জোন কলকাতা

কলকাতা-লাগোয়া হাওড়ার পরিস্থিতি খুব স্পর্শকাতর। হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, হাওড়ার পরিস্থিতি খুব খারাপ। যেকোনোভাবে সংক্রমণকে ঠেকাতে হবে। প্রয়োজন পড়লে হাওড়ায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ১৪ দিনের মধ্যে হাওড়াকে অরেঞ্জ জোনে আনতে হবে বলে জেলা প্রশাসনকে সতর্ক করেছেন তিনি। প্রয়োজনে জেলা প্রশাসনিক আধিকারিকদের দিন-রাত এক করে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়াবাসীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, করোনাকে ঠেকাতে ভালোভাবে লকডাউন মানুন। কলকাতা-লাগোয়া জেলায় এবার থেকে বাজারে গতিবিধি নিয়ন্ত্রণ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পাঁচজনের বেশি বাজারে যাওয়া যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close