আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০২০

করোনার উৎস চীনের ল্যাবরেটরি কিনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের গবেষণকরা করোনাভাইরাসকে প্রাকৃতিকই মনে করছেন। তা সত্ত্বেও চীনের ল্যাবরেটরি থেকে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা, তা খতিয়ে দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। এই বিষয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এই খবর জানিয়েছে। তবে এই তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ওই মার্কিন সম্প্রচারমাধ্যম। গোয়েন্দা সূত্রগুলো বলছে, চীন সরকারের স্পর্শকাতর গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এই সংক্রান্ত প্রকৃত সত্য হয়তো কখনোই জানা যাবে না।

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের মহামারিতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২০ লাখেরও বেশি মানুষ। এই ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত একাধিক তত্ত্ব নিয়ে তদন্ত করছে মার্কিন তদন্তকারীরা। অবশ্য যুক্তরাষ্ট্র এখনো বিশ্বাস করে না যে, ভাইরাসটি জীবাণু অস্ত্রের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close