পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০২০

পাইকগাছায় ১ হাজার দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতির কারণে খাদ্য সংকটে থাকা এক হাজার দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে গত দুই দিনে বিতরণ করা ওই উপহার সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল ও লবণ রয়েছে। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এ সহায়তা করা হয়।

উপহারসামগ্রী বিতরণ করেন কপিলমুনির অনিক জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রদীপ দত্ত। তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে মানুষের কাজ বন্ধ। ফলে এলাকার অনেক অসচ্ছল ও কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছে। ফলে ওইসব মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। তাই আমি ক্ষুদ্র সামর্থ্য নিয়ে কিছু মানুষকে খাবার দেওয়ার চেষ্টা করছি। এলাকার অভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব বিত্তবান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এলাকাবাসী জানায়, তরুণ ব্যবসায়ী প্রদীপ দত্ত দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছাড়াও করোনাভাইরাস মোকাবিলায় জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close