নিজস্ব প্রতিবেদক

  ২৫ মার্চ, ২০২০

টিসিবি, ভোক্তা অধিদফতরের ছুটি বাতিল

নভেল করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত এবং বাজারে নজরদারি অব্যাহত রাখাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে এবং পণ্যের মূল্য স্থিতিশীল রাখাসহ বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ব্যাংকগুলো চলবে সীমিত পরিসরে। এছাড়া আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারা দেশে সব গণপরিবহন ‘লকডাউন করার’ সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাক, কভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। এদিকে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ এবং সব ধরনের লোকাল ও মেইল ট্রেন চলাচল মঙ্গলবার থেকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close