সংসদ প্রতিবেদক

  ০৯ ডিসেম্বর, ২০১৯

স্পিকারের সঙ্গে বিমসটেক সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল এম শহীদুল ইসলাম। গতকাল রোববার বিমসটেকের ওই নীতিনির্ধারক সংসদ ভবনে এসে স্পিকারের সঙ্গে তার নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন। উভয়ের মধ্যে এ সাক্ষাৎ ছিল সৌজন্য।

সাক্ষাতে উভয়ের মধ্যে বিমসটেকের কার্যক্রম, সদস্যভুক্ত দেশগুলোর মাঝে সম্পর্ক উন্নয়ন ও সংসদীয় গণতান্ত্রিক চর্চা ইত্যাদি বিষয়ে পরস্পর মতবিনিময় হয়।

বাংলাদেশের প্রেক্ষাপটে বিমসটেক খুবই গুরুত্বপূর্ণ এ কথা উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের সঙ্গে জনগণের সংযোগ বৃদ্ধিতে এ সংস্থা বিশেষ অবদান রাখতে পারে। জবাবে সেক্রেটারি জেনারেল এম শহীদুল ইসলাম বলেন, বিমসটেক শক্তিশালী করার মাধ্যমে সদস্যভুক্ত সংসদগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। শুধু সরকার নয়, জনগণের সঙ্গে জনগণের সংযোগ ঘটাতে পারলে উন্নয়ন সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close