মনোহরগঞ্জ প্রতিনিধি

  ০৮ অক্টোবর, ২০১৯

মনোহরগঞ্জে খিলাবাজারে বিদ্যুতের নতুন সাবস্টেশন

অবশেষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলাবাজারে বিদ্যুতের নতুন একটি সাবস্টেশন নির্মিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের আন্তরিকতায় বিদ্যুতের সেবা আরো দ্রুতগতিতে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খিলাবাজারে নতুন আরেকটি সাবস্টেশন নির্মাণ করা হবে। এই সাবস্টেশনের নির্মাণকাজ শেষ হলে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট দুই উপজেলার মানুষ বিদ্যুতের সুবিধা পাবে। গতকাল সোমবার খিলা ইউনিয়নের খিলাবাজারে নতুন সাবস্টেশনের নির্মাণ করার জন্য কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কাছে জায়গা হস্তান্তর করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী জানান, আজকে জায়গা বুঝে পেয়েছি। খুব শিগগিরই খিলাবাজারে বিদ্যুতের উপকেন্দ্র-২ এর নির্মাণকাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেন, খিলা ইউপি চেয়ারম্যান মো. আল আমিন ভুঁইয়া, উওরদা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী মজুমদারসহ আরো অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close