নিজস্ব প্রতিবেদক

  ১৮ আগস্ট, ২০১৯

মানুষ কবে পাবে নিরাপদ জীবন : ড. কামাল

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার মিরপুর ৭ নম্বরের ঝিলপাড় বস্তি পরিদর্শন করেছে একটি প্রতিনিধিদল। শুক্রবার রাতে এই বস্তিতে আগুনে ব্যাপক ক্ষতি হয়। ড. কামাল হোসেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের অবর্ণনীয় দুঃখ-দুর্দশা প্রত্যক্ষ করেন। তিনি অবিলম্বে সরকারসহ সব সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।ড. কামাল বস্তিবাসীদের উদ্দেশে বলেন, আমি অত্যন্ত মর্মাহত, মহান আল্লাহ তায়ালা আপনাদের সহ্য করার তৌফিক দিক। তিনি বলেন, একটার পর একটা অগ্নিকান্ড আমাকে আর কতবার দেখতে হবে। মানুষ কবে পাবে নিরাপদে জীবনযাপনের অধিকার? ড. রেজা কিবরিয়া বলেন, ড. কামাল হোসেন সবসময় বস্তিবাসীদের পাশে ছিলেন থাকবেন। গণফোরাম সভাপতি পরিষদ সদস্য আ ম সা আমিনসহ একটি টিম আপনাদের খোঁজখবর নেবেন। তিনি বলেন, প্রত্যেক মানুষের নিরাপদে বাঁচার অধিকার আছে। দায়িত্বজ্ঞানহীনরা মানবতাবোধ নিয়ে এতখানি উদাসীন যে, একদিন তাদের জাতির মুখোমুখি হতে হবে। মানুষ নিরাপদে শান্তিতে থাকতে চায়, লুটপাট আর দখলদারি চায় না। গণফোরাম নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আবু সাইয়ীদ ও সুব্রত চৌধুরী, মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close