reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২২

এনাম আনন্দ

রক্তমাখা রক্তিম ঊষার

স্বাধীনতার সাক্ষী হয়ে আজও উদিত হয় রক্তমাখা রক্তিম ঊষার

ঘুমন্ত, নিরহ, নিরস্ত্র, নিরপরাধ বাঙালিদের বুকের তাজা রক্তের বন্যায়

রঞ্জিত হয়েছিল পিচঢালা পথ!

খড়কুটোর মতো রাস্তায় পড়ে থাকে- রক্তমাখা মানুষের লাশ!

ধর্ষিতা বোনের আহাজারিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ-বাতাস

ধর্মের দোহাই দিয়ে পুড়ায় সংখ্যালঘুদের ঘরবাড়ি।

শাসন, শোষণ, নির্যাতন আর কতকাল সহ্য করা যায়

পিতার ডাকে সাড়া দিয়ে অধিকার আদায়ে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি

লাখে লাখে মায়ের কোল খালি হওয়ার পর আমরা হই স্বাধীন।

স্বাধীনতাই বীর বাঙালির সর্বশ্রেষ্ঠ অর্জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close