
২৬ মার্চ, ২০২২
জাকির মজুমদার
মুক্তির সংগ্রাম

বায়ান্ন থেকে বাইশ
অধিকার, স্বাধীনতা ও মুক্তির
সংগ্রাম হয়েছে কি শেষ?
আইয়ুব-ইয়াহিয়ার স্বৈরাচার-ফ্যাসিবাদের
উত্তরসূরিরা এখনো বহাল বেশ!
সালাম বরকত রফিক সফিক জব্বাররা
জাগবে, হবে নব্য ফ্যাসিবাদ নিঃশেষ।
যুগে যুগে আসবে তারা, জাগবে মজলুম
রচিবে শকুনমুক্ত বাংলার আকাশ।
গড়বে ঐকতান ভাঙবে শৃঙ্খল যত
মুক্তির দিশারি হয়ে রচিবে ইনসাফ
ছড়ায়ে মুক্তবাক মুক্ত বাতাস।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন