reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মার্চ, ২০২২

মনসুর হেলাল

আর্ত শব্দাবলি

না, এই একটি শব্দ দিয়ে শুরু

পালাবদলের।

শত্রুর বুলেট ছিন্ন-ভিন্ন করে বুকের পাঁজর

রাজপথে রক্তের আলপনা আঁকে

তামাটে যুবারা।

শফিক, সালাম, বরকত, জব্বার

আরো কত শহীদের নামে

ঋদ্ধ হলো ইতিহাস বর্ণিত অক্ষরে।

অমর একুশে

জীবনের অর্ঘে ভরে উঠে শহীদ মিনার

প্রভাতফেরির শোকার্ত মিছিলে উচ্চারিত হয়

আর্ত শব্দাবলি

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি?’

বাহান্নের রক্তাপ্লুত মুক্তির স্মারক

একাত্তরে স্পন্দিত হলো নতুন সত্তায়।

মানচিত্র জুড়ে উচ্চকিত হলো

প্রাণোৎসারিত সেই শব্দ

স্বাধীনতা, স্বাধীনতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close