
২৬ মার্চ, ২০২২
দিলীপ কির্ত্তুনিয়া
আমার আমাকে

আমার আমাকে মনে পড়ে।
কেমন ছিলাম আমি সেই একাত্তর সালে।
ভারতে আশ্রয় নিয়েছিলাম বাবার হাতটি ধরে
মনে পড়ে
প্রায় চৌদ্দ দিন পায়ে পায়ে হেঁটে।
ভয়ার্ত সেই চোখ দুটো মনে পড়ে
ভয়াল আগুনের দৃশ্য
ঢেউয়ের মতন ওঠে ভেসে।
পথে ভালো করে হয়নি খাওয়া
সেই শুকনো মুখ খানা মনে পড়ে
অমলিন তার রং এখনো।
ধুলো পথ- রাত্রি পথ- রাজাকার পথ- মনে পড়ে।
যেতে যেতে পথে শত বাধা মনে পড়ে।
আমি আমার মূর্তিখানি এখনো রেখেছি ধরে
মাঝে মাঝে খুলে দেখি এসব দিন এলে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন