
২৬ মার্চ, ২০২২
সোহরাব পাশা
সেই বাড়িগুলো

সন্ধ্যা নামে
বাতাসে উদ্বাস্তু দীর্ঘশ্বাস
শিশু শোনে নিদ্রার নতুন মন্ত্রপাঠ
চাঁদ খুন করা রাক্ষুসের। জ্বলে হরিৎ
শ্যামলিমা চিমনির বিবর্ণ ধুলোয়;
হতশ্রী হলুদ বাড়িগুলো পরে জৌলুসের জামা
এক দিন সেই বাড়িগুলো, ছোট ঘরগুলো
মানুষের দখলে থাকে না
মানুষের স্তব্ধ ছায়া
টুকরো টুকরো স্বপ্ন ডোবে
জীর্ণ মৃত কুয়োর তলায়।
এক দিন রাত্রি এসে চুরি করে সমূহ সুন্দর
অগ্নিজলে বিবস্ত্র দাঁড়িয়ে বাংলাদেশ
কাঁদে,
আঙুলের অমাবস্যা ভেঙে মুমূর্ষু জীবন খোঁজে
নিবিড় আলোর ছায়া, চাঁদভাঙা পথ
পথগুলো তালাবদ্ধ। অন্ধকারের দরজা নেই
কোথায় লুকোবে নিজস্ব রোদ
অবশেষে অন্ধ তালা খুলতেই আগুন হাওয়া
কুয়াশায় মৃত ছায়া শ্যামল প্রান্তর
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন