এনাম রাজু

  ২৬ মার্চ, ২০২১

ইচ্ছে হলে দিই যে উড়াল

আবার সময় করে ফিরে দেখো কালের পাতায়

কতটা কেটেছে সেই দিন-রাত পালকবিহীন

অথচ আমরা আজ পাখি হয়ে শিষ দিতে জানি

অন্যের কথায় করি না তো ফের খেয়া পারাপার

দূরের বাতাস দেখে হা-হুতাশ নেই জনমনে

আকাশ দখলে রেখে ইচ্ছা হলে দিই যে উড়াল

স্বাধীনতা তুমি নব উদ্দীপনা সবুজ সূচনা

নদীও স্রোতের খেলায় যেন মেতেছে পুনর্বার

সবুজে সবুজ বন মায়াভরা পশুদের মুখ

শিশুর মুঠোয় নদী-পাহাড় ঘুমায় দেখি রোজ

স্বাধীনতা প্রতিদিনি মানচিত্রে এঁকে দেয় সুখ

নব নব চেতনায় স্বপ্নীল ভাবনা-প্রেমপ্রীতি

দূরে ঠেলে দিয়েছে যে অসুরের গোপন অসুখ

স্বাধীনতা মানে যেন বায়ু-আয়ুতে সুখ সংগীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close