কাঙাল শাহীন

  ২৬ মার্চ, ২০২১

স্বাধীনতা অমর পিতার কবর

পিতৃহীন শিশুটি অক্ষর দিয়ে খেলতে খেলতে লিখেছে নিজের নাম

অক্ষরের ব্যঞ্জনায় লিখেছে মায়ের নাম তার পরে পিতা।

এভাবে শিশুটি নাম লিখে, পাখি লিখে, লিখে নানা ফুল

এক দিন শিশুটি শব্দের ভাঁজ নেড়ে নেড়ে লেখে ‘স্বাধীনতা’

তারপর মাকে বলল ‘এবার দশে দশ পাবো তো?’

অমনি মাতা শিশুটিকে বুকে জড়িয়ে চোখের জলে বললেন

‘এই “স্বাধীনতা” শব্দের ভেতরে তোর পিতা আজ ঘুমন্ত নক্ষত্র’

সেই থেকে শিশুটি সমস্ত বেদনার অক্ষরে পড়ল পিতার ইতিহাস

আর খুঁজে পেল আমাদের ‘স্বাধীনতা’ পিতার কবর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close