এম খান

  ২৬ মার্চ, ২০২১

গণমানুষের নন্দিত বন্ধু

বঙ্গবন্ধু, তুমি বাংলায় জন্মেছিলে বলে

আমরা বাংলায় কথা বলি,

বঙ্গবন্ধু, তুমি বাংলায় এসেছিলে বলে

আজও আমরা মুক্তবিহঙ্গ স্বাধীন ছবি আঁকি।

বঙ্গবন্ধু, তোমার উজ্জ্বল মুখ আর আলোকিত চেহারা,

বারবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে

বঙ্গবন্ধু, তোমার ৭ মার্চের ভাষণ

এখনো ধূমকেতুর মতো কর্ণে কর্ণে বেজে ওঠে।

মনে হয়, তুমি ডাকছো আমাদের।

বঙ্গবন্ধু, চোখের অশ্রুতে চোখ ভেসে যায় তখন

যখন ভাবি তুমি হারিয়ে গেছো,

ফিরে আসো আরো একবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close