reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০২৩

শীতের পিঠা

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশে চলতি মাসে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর ফলে বাড়বে শীত। আর শীতে পিঠার স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। তাইতো আপনজনদের নিয়ে সময়টি উপভোগ করতে আজও আপনাদের জন্য রইল পিঠার আরো একটি আয়োজন। তৈরি করেছেন রন্ধনশিল্পী তানজিন তিপিয়া

ভাপা পিঠা

উপকরণ : নতুন সিদ্ধ চালের গুঁড়া ৪ কাপ, গুড় ভাঙা ১টি বড়, নারকোল কোরানো ১টির অর্ধেক, পানি যতটুকু লাগে, লবণ ১ চা চামচ,

প্রস্তুত প্রণালি : চালের গুঁড়া পানি দিয়ে ভেজাতে থাকুন। হাতের মুঠোর চাপে দলা হয়ে গেলে বুঝবেন মিশ্রণটি তৈরি। ১ ঘণ্টা পর মিশ্রণটি চেলে নিন। তারপর পিঠার ডাইজে চালের গুঁড়ি ও গুড়, কোরানো নারকেল আবার গুঁড়ি দিয়ে হালকা চেপে পাতলা ভেজা কাপড় মুড়িয়ে ভাপার ডেকচিতে বসিয়ে ডাইজটি তুলে নিন। অন্তত ৩-৪ মিনিট ভাপে রাখুন। এভাবেই একে একে তৈরি করে নিন সবার প্রিয় ভাপা পিঠা।

সেমাই পিঠা

উপকরণ : পানি ১ কাপ ও চালের গুঁড়া ১ কাপ

প্রস্তুত প্রণালি : ফুটন্ত পানিতে চালের গুঁড়া মিশিয়ে ২ মিনিট দমে রাখুন। কাই হাতে মলে ৩ ভাগ করে লম্বা মণ্ড বানিয়ে ১০ মিনিট ভেপে নিন। ফ্রিজে ৫ ঘণ্টা ঠাণ্ডা করে গ্রেটার বড় কাঁটা দিয়ে কুচে নিন। দুধে ২ মিনিট সেদ্ধ করলেই সেমাই পিঠা তৈরি।

দুধ : পানি ওই একই কাপের ৩ কাপ, এলাচ ২টি, চিনি ও গুঁড়া দুধ ৯ টেবিল চামচ করে, লবণ ৩ চিমটি।

মাংস পিঠা

উপকরণ : আটা ১০ টেবিল চামচ, পানি প্রায় ২ কাপ, লবণ ৩ চিমটি, ডিম ২টি।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। চুলার আঁচ মৃদু থেকে একটু বেশি রাখুন। তারপর গরম কড়াইতে কাপড় দিয়ে তেল মেখে বড় ২ চামচ মিশ্রণ দিয়ে গোল করে ছড়িয়ে দিন। রুটির উপরিভাগ শুকিয়ে এলে এক পাশ পুর দিয়ে মুড়ে ফেলুন। ব্যস, তৈরি মাংসালি ঝাল পিঠা।

পুর : ৮ টেবিল চামচ গরম তেলে সেদ্ধ মুরগির মাংস হাতে চিরে নেওয়া ২ পিজ। সেদ্ধ আলু হাতে চটকানো বড় ২টি। জিরা গুঁড়া আধা চা চামচ। কাঁচামরিচ কুঁচি ২টি। ধনেপাতা কুঁচি ১ মুঠো। লবণ আধা চা চামচ। চুলোয় ৫ মিনিট একত্রে মিশিয়ে নিলেই পুর তৈরি।

রস বরা পিঠা

উপকরণ : ১টি বড় ডালের চামচ, এই চামচের ৪ চামচ ময়দা, ৭ চামচ পানি, ২ চামচ চিনি, ডিম ১টি, লবণ ২ চিমটি।

দুধ রস : ১ লিটার পানিতে ১০ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিন। তারপর ২টি এলাচ, কয়েক টুকরো দারচিনি, সাথে ৮ টেবিল চামচ চিনি দিয়ে সেদ্ধ হলেই দুধ তৈরি।

প্রস্তুত প্রণালি : সব উপকরণ মেখে পাতলা মিশ্রণ তৈরি করে নিন। তারপর চুলোর আঁচ মাঝারি রেখে ডুবু তেলে সোনালি করে ভাজুন। এবার টুকরো করে গরম দুধের রসে ডুবিয়ে দিলেই রস বরা পিঠা তৈরি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close