
শীত সন্ধ্যার আয়োজন
শীতের সন্ধ্যা হয় দারুণ স্নিগ্ধ। একটি সুন্দর ঘরোয়া পদ ওই মুহূর্তটিকে জমিয়ে দিতে পারে। হোক প্রিয়জনদের সঙ্গে অথবা একা। যদি ছোট্ট পদটি বানিয়ে রাখা যায় সপ্তাহ খানেক, তাহলে তো কোনো কথাই নেই। আর কথা না বাড়িয়ে এবার চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের শীত সন্ধ্যা উদযাপনের আরো একটি পর্বের আয়োজনে। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া

কফি পন্ড কেক
উপকরণ : ময়দা, চিনি ১ কাপ করে, তেল আধা কাপ, ডিম ৪টি, খাবার সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ৪ ফোঁটা, কফি ২ চা চামচ ২ টেবিল চামচ পানিতে
গুলানো।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে মেখে মিশ্রণ থেকে ১ বাটি সরিয়ে সঙ্গে কফির মিশ্রণটি মিশিয়ে দিন, সাদা মিশ্রণটি আয়াতাকার, ডিম্বাকার যেকোনো পাত্রে ঢেলে কফির মিশ্রণটি ঠিক মাঝখানে ছড়িয়ে দিয়ে বেক করলেই কফি পন্ড কেক তৈরি।
নান বিস্কুট
উপকরণ : ময়দা ১ কাপ, ইনস্ট্যান্ট ইস্ট ১ চা চামচ, কালি জিরা আধা চা চামচ, পানি প্রয়োজন মতো, লবণ ১ চা চামচের একটু কম, চিনি ১ চা চামচ (ইচ্ছা), তেল ৩ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে মেখে গরম জায়গায় প্লাস্টিক ব্যাগে বেঁধে রেখে দিন ২ ঘণ্টা, ফুলে ওঠা খামির আধা ইঞ্চি করে বেলে ওপরে তেল লাগিয়ে ২০ মিনিট বেক করলেই নান বিস্কুট তৈরি
ওটস মাফিন
উপকরণ : ওটস ২ কাপ, কলা বড় ১টি (বেশ ভালো করে চটকানো), তেল ২ টেবিল চামচ, ডিম ১টি, খাবার সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ৪ ফোঁটা, কোকো পাউডার ২ চা চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে মেখে মিশ্রণটি মাফিন কাপে ঢেলে ২০-২৫ মিনিট বেক করলেই ওটস মাফিন তৈরি।
চাক পিঠা
উপকরণ : ময়দা ১ কাপ, ইনস্ট্যান্ট ইস্ট ১ চা চামচ, মিষ্টি জিরা আধা চা চামচ, পানি প্রয়োজন মতো, লবণ ১ চা চামচের একটু কম, চিনি ১ চা চামচ (ইচ্ছা), তেল ৩ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ একত্রে মেখে গরম জায়গায় প্লাস্টিক ব্যাগে বেঁধে রেখে দিন ২ ঘণ্টা, ফুলে ওঠা খামির আধা ইঞ্চি করে বড় রুটি বেলে গোল কাটারের সাহায্যে কেটে মাঝারি আঁচে ডুবু তেলে বাদামি করে ভাজলেই চাক পিঠা তৈরি।
"