reporterঅনলাইন ডেস্ক
  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

শহরালির কড়চা

পড়ে থাকা মোবাইল ফোন

ল্যাপটপ বা কম্প্যুটার

এসি কী-বোর্ড সিপিইউ ট্যাব

ক্যাসেট-প্লেয়ার প্রিন্টার

নষ্ট অচল এসব জিনিস

থাকে যদি ঘরে

বেচতে পারেন, কিনে নেব

অনেক ভালো দরে।

বিক্রি হয়ে গেছে ওসব

বেশ কিছুদিন আগে

একটাই বাকি- বিক্রি করার

ইচ্ছে মনে জাগে

তবে ওটার কেনা-বেচা

হবে না খুব সোজা

বাধ্য হয়েই টানছি আজও

এ জঞ্জালের বোঝা

কিনতে রাজি হলে শুধু

হাত নীরবে তুলো

বেঁচে দিতে চাই সমাজের

নষ্ট মানুষগুলো।

কেমন করে নষ্ট মানুষ

কিনব রে ভাই আমি!

ও গুলো তো এই সমাজে

সবচে’ বেশি দামি।

আখেরে ভাই লাভই হবে

রাখেন যদি জেনে-

নষ্টরাই অল্প দামে

অন্যদেরকে কেনে।

* শেখ সালাহ্উদ্দীন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close