
মজার জোকস

*
হোজ্জা যখন বাদশার খাস বন্ধু
হোজ্জা, নাসির উদ্দীন হোজ্জা কিংবা মোল্লা বিভিন্ন নামে পরিচিত তিনি। তবে তার পুরো নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। চীনে তিনি পরিচিত ‘আফান্টি’ নামে। মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা মূলত পরিচিত তার সুক্ষ্ম রসবোধের কারণে। তার সময়ে যেমন জনপ্রিয় ছিলেন এখনো তেমনি আছেন। এখনো তার মজার সব ঘটনা আনন্দ দেয় পাঠককে।
হোজ্জা একবার উটের গাড়িতে চড়েছেন মাত্র। গাড়িচালক হোজ্জার কাছে ভাড়া চাইলো। শুনে হোজ্জা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হলেন। চালক বাধা দিয়ে বললেন, ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?
হোজ্জা বললেন, আমি হলাম বাদশার খাস বন্ধু। আর তুমি সেই আমার কাছে ভাড়া চাইছ।
চালক বললেন, ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?
হোজ্জা বললেন, তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?
চালক বললেন, নিশ্চয়ই দেখেছি।
হোজ্জা বললেন, তুমি কি আমাকে চেন?
চালক বললেন, না, চিনি না।
হোজ্জা বললেন, তাহলে কী করে জানলে যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?
*
ভিক্ষুকের অ্যাসিসটেন্টের বেতন
একদিন এক ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছিল। এ দেখে এক লোকের খুব দয়া হলো। সে ভিক্ষুকের কাছে গিয়ে বললো-
ভদ্রলোক: তুমি যদি ভিক্ষাবৃত্তি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি মাসে ১০০০ টাকা করে দেব।
ভিক্ষুক: তুমি যদি আমার সঙ্গে ভিক্ষা করো তাহলে প্রতি মাসে আমি তোমাকে ৫০০০ টাকা দেব।
*
পারিবারিক ব্যাপার
শিক্ষক: তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে?
ছাত্র: কিন্তু স্যার, বাবা যে বলেছিলেন, আমাদের সৃষ্টি হয়েছিল বানর থেকে।
শিক্ষক: এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার।
"