reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২৫

শহরালির কড়চা

পরিযায়ীর বাড়ি কোথায়

জানি না তো কেউ,

নভোতলে দেখে মনে

জাগে খুশির ঢেউ।

ঝাঁকে ঝাঁকে আসে ওরা

মেহমানের বেশে,

বরণডালায় করি বরণ

তাদের ভালোবেসে।

আল্পনাতে সাজায় আকাশ

পরিযায়ী পাখি,

বাহুডোরে জড়াই তাদের

পরাই প্রীতির রাখি।

বিলে ঝিলে নদীর চরে

কিচিরমিচির সুরে,

মনটা তখন যায় হারিয়ে

কোন সে অচিনপুরে।

হঠাৎ দেখি হামলে পড়ে

দৈত্য দানোর দলে,

মাংস খাওয়ার লোভে ওরা

ছুরি চালায় গলে।

পরিযায়ীর ডানা কাটে

গুলি চালায় বুকে,

মেহমানের প্রাণটা বাঁচাই

দাঁড়াই তাদের রুখে।

*সুব্রত চৌধুরী

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close