reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর, ২০২৪

শহরালির কড়চা

জিনিসপাতির মূল্যে

বিরাট বহর

কাঁপছে দামের গুতোয়

যত শহর

দিনে দিনে ফুলছে

দরের বাজার

চাপের ভারে হাড্ডি

ভাঙে মাজার

এই বেসামাল

হাট-বাজারের

বাড়ায়-কমায় রেট;

ওরাই সিন্ডিকেট!

মহাজনের হাই

লেবেলের ওজন

তিন বেলা হয়

রাজার মতো ভোজন

কৌশলে রোজ

দামের বোঝা চাপায়

কায়দা রকম

নিজের পকেট ফাঁপায়

আমজনতা শোষণ করে

ফোলায় নিজের পেট;

ওরাই সিন্ডিকেট!

আবডালে সব থাকে

রাঘব বোয়াল

বেশ মোটা হয়

ওদের গালের চোয়াল

সকাল-বিকেল

কল-কাঠি খুব নাড়ায়

ঊর্ধ্বমুখী দামের

পারদ বাড়ায়

ক্ষমতাবান টাকার কুমির

প্রবাভশালী শেঠ;

ওরাই সিন্ডিকেট।

* আহাদ আলী মোল্লা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close