reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২৪

শহরালির কড়চা

কত রকম মানুষ আছে

কত রকম হাল,

কেউ তো ব্যাড কেউ তো গুড

কেউ তো উভয় তাল।

কেউ তো করে সরল জীবন

কেউ তো করে চাল,

কেউ তো খুব ধীর সুস্থির

মারে কেবল ফাল।

কেউ তো করে মাথা গরম

মুখে ছোটায় গাল,

কেউ তো মেজাজ ঠান্ডা রেখে

সামলায় সব টাল।

কেউ তো ভীষণ বুদ্ধি রাখে

কাটায় দিবসকাল,

কেউ তো করে খুব চালাকি

পাতে ফন্দির জাল।

কেউ তো করে কেবল ধান্ধা

লুটতে পরের মাল,

কেউ তো সাদাকে কয় কালো

নীলকে বলে লাল।

কেউ তো মাতব্বরি করে খায়

পরের মুখের ঝাল,

কেউ তো নিজে বাঁচার জন্য

অন্যকে বানায় ঢাল।

কেউ তো চলে সোজা রাস্তায়

কেউ তো ক্ষেতের আল,

কেউ তো স্বেচ্ছায় কুমির আনে

কেটে নিয়ে খাল।

কেউ তো ভীষণ ব্যস্ত কাজে

উঠে পায়ের ছাল,

কেউ তো কাটায় শুয়ে বসে

বেকার পুরো সাল।

*জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close