reporterঅনলাইন ডেস্ক
  ০১ ডিসেম্বর, ২০২৪

মজার জোকস

*

অফিসে বেতন বাড়ানোর উপায়

জসিম সাহেবের অনেক বড় কোম্পানি। সেখানেই রিসেপশনিস্ট পদে কাজ করে রিয়া। সে বেশ ভালোই কাজ করছে, কিন্তু বেতন বাড়ছে না। একদিন বসের কাছে সে বলল-

রিয়া : আমাকে ২০০০ টাকা মাইনে বাড়িয়ে দিন প্লিজ।

বস : কেন? তুমি আর নিখিল তো একই টাকা পাও। তোমাকে বেশি দেব কেন?

রিয়া : আমি আসার পর তো আপনার কাস্টমার চারগুণ বেড়ে গিয়েছে। সেই লাভের ভাগ আপনি একা নেবেন কেন?

*

চোখের সঙ্গে ক্যামেরার পার্থক্য কোথায়?

শিক্ষক ছাত্রদের প্রশ্ন করলেন, ‘চোখ আর ক্যামেরায় তো বেশ মিল, পার্থক্যটা কোথায় বলো তো?’

খানিকক্ষণের নীরবতা, হঠাৎ এক প্রত্যুৎপন্নমতি উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, চোখ হলো ফাঁকিবাজ ছাত্র, পড়াশোনা করলেও বাড়ির কাজ করে না। কিন্তু ক্যামেরা ভালো ছাত্র, নিয়মিত বাড়ির কাজ করে, কিছু পড়লেই কাগজে লিখে ফেলে!’

*

ছাগল নিয়ে বাড়ি ফিরলো রঞ্জু

রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে রঞ্জুর স্ত্রী বলল-

রঞ্জুর স্ত্রী : ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?

রঞ্জু : বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!

রঞ্জুর স্ত্রী : আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

*

হোটেলে ফ্রি খাওয়ার কৌশল

হোটেল থেকে খাবার খেয়ে এক লোক বেরিয়ে যাচ্ছে। আর এক লোক তখন ম্যানেজারকে একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাওয়ার উপক্রম করল।

ম্যানেজার ডেকে বলল, এই যে দাদা, বিল দিয়ে যান।

লোকটি : বিল তো দিয়েছি। দেখুন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে।

তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরো খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বলল, ‘এখন বলুন যে এ ছাতাটাও আপনার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close