reporterঅনলাইন ডেস্ক
  ১০ নভেম্বর, ২০২৪

শহরালির কড়চা

আগুন কি আর পাত্রভেদে

কাউকে করে গ্রাহ্য

সময়মতো উঠলে জ্বলে

বুঝবে কি না দাহ্য।

কোথায় যাবে জুজুর নাচন

খড়ের গাঁদা হালের পাচন

কোথায় যাবে হাঁক-চিৎকার

ঠুনকো কাচের রাজ্য

আগুন কি আর পাত্রভেদে

কাউকে করে গ্রাহ্য?

কোথায় যাবে শান শওকত

বেহিসেবের ধনদৌলত

যোগ বিয়োগে পূরণ ভাগে

উধাও ভাজক ভাজ্য

আগুন কি আর পাত্রভেদে

কাউকে করে গ্রাহ্য?

হোক না যত প্রতাপশালী

আর্য কি অনার্য

লোভ হিংসা অহংকারে

পতন অনিবার্য।

* মনসুর হেলাল

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close