reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০২৪

শহরালির কড়চা

কত রকম নাম মানুষের

কত রকম নাম,

নাম দিয়ে কী যায়রে চেনা

হয়রে কোনো দাম।

কারো নাম সুন্দর আলী

কুচকুচে কালো চাম,

ভীষণ ফর্সা যে মানুষটি

কালা মিয়া নাম।

শান্ত ভূঁইয়া ভারী ব্যস্ত

করে কেবল কাম,

চিকন আলী দেখতে মোটকু

একটা যেন ড্রাম।

আতর আলী দুর্গন্ধ ছড়ায়

তার দেহের ঘাম,

তরুণ চোধুরী অতি প্রবীণ

ভুলে ডাইন বাম।

কত রকম নাম মানুষের

কত রকম নাম

এত করে বলতে গেলে

বলবে সবাই থাম।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close