reporterঅনলাইন ডেস্ক
  ০৩ নভেম্বর, ২০২৪

মজার জোকস

*

ছাতায় একটা ফুটো থাকা ভালো

ছাতা মাথায় মন্টু বাজারে যাচ্ছে। কিন্তু ছাতায় একটা ফুটো। মন্টুর ছাতায় বড় ফুটো দেখে সবাই জিজ্ঞেস করল, কী হে মন্টু, ছাতায় ফুটো কেন?

মন্টু বলল, আরে বোকা, বৃষ্টি থেমে গেলে বুঝব কী করে?

*

চোখের অপারেশন সফল

মিসেস রতনের চোখে অপারেশনের পর হাসপাতালে চিৎকার-চেঁচামেচি দেখে ডাক্তার জিজ্ঞেস করলেন,

ডাক্তার : হয়েছেটা কী বলুন তো? চিৎকার করছেন কেন?

মিসেস রতন : চিৎকার করব না কি হাসব? আপনার হাসপাতালে আমার মাথার পরচুলা চুরি হয়েছে।

ডাক্তার : আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আর আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?

মিসেস রতন : অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। কিন্তু এখন অন্য রকম লাগছে, তাই।

ডাক্তার : চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফলভাবেই হয়েছে।

*

গোয়েন্দা কাহিনি মাঝামাঝি থেকে পড়াই বেশি মজা

শ্যামলবাবু তার বন্ধুকে বলছেন, ‘জানিস, আমি গোয়েন্দা উপন্যাস সব সময় মাঝামাঝি থেকে পড়া শুরু করি। তাতে মজাটা বেশি হয়।’

বন্ধু : কীভাবে?

শ্যামলবাবু : তখন শুধু উপন্যাসের শেষ না, শুরুটা জানারও কৌতূহল থাকে!

*

গাড়ির ব্রেক ঠিক করাব

কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কারখানার মালিক খবর দিলেন দমকলকর্মীদের।

চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুপাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে গাড়ির পেছনে রাখা জলের ট্যাংকটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন।

দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি কারখানা মালিক। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, ‘এই টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?’

দমকল বাহিনীর প্রধান : প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করাব!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close