reporterঅনলাইন ডেস্ক
  ২৭ অক্টোবর, ২০২৪

শহরালির কড়চা

বাজার পুরো সয়লাব আজ

নকল নানা পণ্যে

রোগাক্রান্ত হচ্ছে মানুষ

ভেজাল খাওয়ার জন্যে।

রাসায়নিক ও বিষাক্ত রং

মেশায় অনেক খাদ্যে

খাঁটি-নকল ধরাও কঠিন

সব মানুষের সাধ্যে।

ক্রিম শ্যাম্পু পারফিউমেও

নেই মোটেও ভরসা

যাচ্ছে শরীর ঝলসে তাতে

হয় না তেমন ফরসা।

নকল ছাড়া মিলছে কমই

ওষুধপাতি পথ্য

নকল দখল করছে বলে

হারাচ্ছে আজ সত্য।

নামি ব্র্যান্ডের লাগিয়ে মোড়ক

লুটছে যারা অর্থ

তাদের কাছে পুরো অচল

বেঁধে দেওয়া শর্ত।

* শচীন্দ্র নাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close