মজার জোকস
*
সবকিছু দুটো করে দেখি
চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।
রোগী : ডাক্তার সাহেব, আমার সমস্যা হলো, আমি সবকিছুই দুটি করে দেখি।
চিকিৎসক : হুম, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।
রোগী : একটা কিছু করেন ডাক্তার সাহেব। আমি খুব সমস্যায় আছি।
চিকিৎসক : ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।
রোগী : চেয়ার তো দুটি খালি। তা কোনটাতে বসব স্যার?
*
পাশের বাড়িতে ডাকাতি
এক বাড়িতে ডাকাতি হয়েছে। সেই বাড়ির প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গিয়েছেন গোয়েন্দা।
গোয়েন্দা : গত রাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী : নাহ্!
গোয়েন্দা : সে কী, এত বড় একটা ডাকাতি হয়ে গেল, আপনারা কিছুই শোনেননি?
প্রতিবেশী : না না, কিছুই শুনিনি। গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!
*
দুশ্চিন্তায় চুল পেকে যাচ্ছে
খুব দুশ্চিন্তা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হলেন এক ব্যক্তি।
রোগী : ডাক্তার, দুশ্চিন্তায় আমার চুল পেকে যাচ্ছে।
ডাক্তার : কী নিয়ে আপনার দুশ্চিন্তা?
রোগী : এই যে আমার চুল পেকে যাচ্ছে, তা নিয়েই আমার দুশ্চিন্তা।
*
যেমন প্রেমিক তেমন প্রেমিকা
ছোট্ট মলির বয়স মোটে ৩ বছর। সে বসে আঁকিবুঁকি করছিল। এমন সময় মলির মা এসে বললেন-
মা : মলি মা আমার, কী করছো?
মলি : বান্টিকে চিঠি লিখছি মা।
মা : কিন্তু তুমি তো এখনো লিখতে জানো না।
মলি : বান্টিও এখনো পড়তে জানে না মা।
"