অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৪
শহরালির কড়চা
আসল ছেড়ে নকল ধরে
চলছি শুধু ছুটে
বাকির খাতা শূন্য থাকে
কিছুই নাহি জুটে।
পাশ কাটিয়ে চলছি সবে
যে যার মতো করে,
কেউ করি না কোনো পরোয়া
থাকি পেছন পড়ে।
পরের কাজে নেই বাহবা
পরনিন্দায় মরি,
একার কাজে বাধা শতেক
চিন্তা নাহি করি।
দশের সাথে মরণ ভালো
নিতাম যদি জেনে,
সকল কাজে আসত জয়
সবাই নিত মেনে।
মরছি মিছে নিজ স্বার্থে
দম্ভ ভরা প্রাণ,
কেউ ভাবি না কেমন করে
দুঃখে পাব ত্রাণ।
- নকুল শর্ম্মা
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন