reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুলাই, ২০২৪

শহরালির কড়চা

শক্ত হলে খুঁটি

মিলে দারুণ জুটি

আঙুল ফুলে কলাগাছ হয়

করে লুটোপুটি।

শক্ত হলে খুঁটি

চলবে ছোটাছুটি

চিনতে পারবেন রাঘববোয়াল

কারা চুনোপুঁটি।

শক্ত হলে খুঁটি

চেপে ধরুন টুটি

আসবে টাকা কাড়িকাড়ি

ধরুন মুঠিমুঠি।

শক্ত হলে খুঁটি

এককে করুন দুটি

কেউ হবেন না ভাগাভাগির

নিত্য দাবার গুটি।

শক্ত হলে খুঁটি

হেসেই কুটিকুটি

কেবা ঠেকায় কপাল আপনার

খান হালুয়া রুটি।

* বাসুদেব খাস্তগীর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close