reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জুলাই, ২০২৪

মজার জোকস

*

যুবকের বিয়েতে দোকানদারের মন খারাপ

ফুলের দোকানের মালিককে একজন জিজ্ঞাসা করল : আপনার চেহারা এমন মলিন কেন?

মালিক : আর বলবেন না, প্রতিদিন যে যুবক আমার এখান থেকে ফুল কিনত, কাল তার বিয়ে!

ক্রেতা : তাতে আপনি কষ্ট পাচ্ছেন কেন? আপনার তো খুশি হওয়ার কথা!

মালিক : আপনি তার কী বুঝবেন? আমি যে একজন নিয়মিত ক্রেতা হারালাম!

*

জাহাজের চাকরি

জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। ইন্টারভিউয়ের ডাক এলো।

বস : আপনি সাঁতার জানেন?

চাকরিপ্রার্থী : আজ্ঞে না।

বস : জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন, আর সাঁতার জানেন না?

চাকরিপ্রার্থী : কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে?

*

বিল গেটসের মতো এক দিন

জেলখানায় নতুন কয়েদি এসেছে। নতুন কয়েদির পরিচয় হলো এক পুরোনো, বৃদ্ধ কয়েদির সঙ্গে-

নতুন কয়েদি : আপনি কত বছর ধরে আছেন?

পুরোনো কয়েদি : ১০ বছর।

নতুন কয়েদি : আহা! নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার।

পুরোনো কয়েদি : বললে বিশ্বাস করবে না, আমি এক দিন বিল গেটসের মতো জীবনযাপন করেছি। বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, বউকে দামি গহনা কিনে দিয়েছি...

নতুন কয়েদি : তারপর?

পুরোনো কয়েদি : তারপর এক দিন বিল গেটস থানায় অভিযোগ করলেন, তার ক্রেডিট কার্ডটা হারিয়ে গিয়েছে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close