reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুলাই, ২০২৪

মজার জোকস

*

গাধাকে মানুষ করার স্কুল

একটা গাধার বাচ্চা নিয়ে পলটু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কী রে পলটু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’

পলটু মুখ কাঁচুমাঁচু করে বলল, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন।’

শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব?’

‘আপনিই তো বলেছিলেন, আপনার এখানে অনেক গাধাকে আনা হয়েছে। আর আপনি সেই সব গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পলটুর উত্তর।

*

দ্রুত বাড়ি পৌঁছাতে হবে

একবার মনটু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল। বেশ দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে মনটু তার বন্ধুটিকে বলল, ‘আরে ভাই, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?’

বন্ধুটি বলল, ‘সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি! গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছাতে হবে।’

*

পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকে?

শিক্ষক : পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে?

ছাত্র : জানি না, স্যার।

শিক্ষক : তুই একটা আস্ত গরু।

ছাত্র : স্যার, আমি তো এখনো ছোট। আমাকে বাছুর বলবেন, স্যার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close