
১৯ মার্চ, ২০২৩
শহরালির কড়চা

তেল দিলে গা তেল তেলে হয়
তেল দিয়ে হয় ভাজা
আরেক তেলে মানুষ তো হয়
অর্থে-বিত্তে তাজা।
আলাদীনের চেরাগ নাকি
মিলবে এমন তেলে
গাড়ি-বাড়ি তেলে হবে
জায়গামতো ঢেলে।
তেল প্রয়োজন নয় রে শুধু
করতে খাবার তৈরি,
তেল কারণেই পদণ্ডপদবি
তেল ছাড়া বস্ বৈরী।
অফিসপাড়া রাজনীতিতে
চলছে তেলের খেল্
এমন তেলে পাস শুধু পাস
জীবনে নেই ফেল।
* বাসুদেব খাস্তগীর
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন