
১২ মার্চ, ২০২৩
শহরালির কড়চা

সুখ আনন্দে বাঁচতে এখন
অনেক অনেক টাকা লাগে,
টাকা ইনকাম করার জন্য
উচ্চপদের কাকা লাগে
তোষামুদ চামচামি ছাড়া
পায়ে তৈল মাখা লাগে।
কেমন করে আসছে টাকা
সেই ব্যাপারটা ঢাকা লাগে।
মামার পিছু ছুটতে গিয়ে
যেন পায়ে চাকা লাগে,
তার কপালের ঘাম মুছতে
সঙ্গে টিস্যু রাখা লাগে
এসি রুমেই থাকলেও তাই
একটি হাত পাখা লাগে
টাকা ছাড়া সাধের জীবন
সত্যি বড় খাঁ-খাঁ লাগে।
নিজের থেকে নিম্ন শ্রেণির
কাউকে বস ডাকা লাগে,
যখন-তখন বসের সওদা
বইতে শক্তি থাকা লাগে
এসব শুনতে সবার কাছে
সত্যি যদি বাঁকা লাগে
করার তেমন নাইরে কিছু
টাকা ছাড়া ফাঁকা লাগে।
* জাকির আজাদ
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন