
০৫ মার্চ, ২০২৩
শহরালির কড়চা

এক ভাষণেই পাক-শাসকের
বুকের ভেতর কাঁপন
খুঁজতে থাকে পথ পালাবার
প্রাণ বাঁচাতে আপন।
এক ভাষণের বজ্রনিনাদ
আকাশ-বাতাস মাতায়
দাগ কেটে যায় বীর বাঙালির
সতেজ মনের পাতায়।
এক ভাষণেই সাহস জোগায়
ক্ষোভে মানুষ দাপায়
শত্রু নিধন করতে তারা
যুদ্ধে যেতে ঝাঁপায়।
এক ভাষণেই বিশ্ববিবেক
ভীষণরকম নাড়ায়
ভিন দেশিদের হয় বোধোদয়
পাশে এসে দাঁড়ায়।
এক ভাষণের গুণ-ক্ষমতায়
কোটি মানুষ আগায়
স্বদেশভূমি স্বাধীন করে
হায়নাগুলো ভাগায়।
* শচীন্দ্র নাথ গাইন
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন