
০৫ মার্চ, ২০২৩
মজার জোকস

*
বিকেলে দুই বন্ধু বসে বসে আলাপ করছে-
প্রথম বন্ধু : জানিস দোস্ত, আমার আব্বু না ভীষণ ভুলোমনা আর বেখেয়ালি। আমি প্রতিদিন আব্বুর মানিব্যাগ থেকে টাকা চুরি করি, আব্বু খেয়ালই করে না।
দ্বিতীয় বন্ধু : তবুও তো ভালো! আমার আব্বু এতই ভুলোম না যে, তার মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায়!
*
পাড়ার এক ছেলেকে দাঁড় করিয়ে মেয়ের বাবা বলল-
মেয়ের বাবা : ইভটিজিং ও ভালোবাসার মাঝে পার্থক্য কী?
ছেলে : মেয়েরা রাজি থাকলে ভালোবাসা আর না থাকলে হয় ইভটিজিং।
মেয়ের বাবা : তুমি কি ইভটিজিং করো?
ছেলে : না, আপনার মেয়ে তো রাজিই!
*
স্টিভ জবস ও বিল গেটসের মধ্যে কথা হচ্ছিল-
বিল গেটস : গতকাল একটু ব্যাংকে গিয়েছিলাম।
স্টিভ জবস : কেন?
বিল গেটস : একটা ঋণের ব্যাপারে কথা বলতে।
স্টিভ জবস : তাই না কি? তা কত টাকা ঋণ দরকার তোমার।
বিল গেটস : আমার না। ব্যাংকের দরকার!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন