reporterঅনলাইন ডেস্ক
  ২২ জানুয়ারি, ২০২৩

শহরালির কড়চা

খুব দাপটের সাথে এখন

চলছে ছুটে নকল,

আমজনতা তাই নাজেহাল

সামলে নিতে ধকল।

নকল খাদ্যখাবার খেয়ে

ভুগছে নানা পীড়ায়,

নকল ডাক্তার অনভিজ্ঞ

বিজ্ঞাপনে ভিড়ায়।

নকল ওষুধপত্র যখন

চিকিৎসাতে লাগায়,

রোগ সারে না তাতে মানুষ

মৃত্যুপথে আগায়।

নকল সেজে বন্ধু-স্বজন

হাত বুলিয়ে মাথায়,

নিঃস্ব করার ধান্দা নিয়ে

ধনসম্পদ হাতায়।

সবকিছুতে নকল ঢুকে

আসল যদি ভাগায়,

জল ঢেলে খুব লাভ হবে না

গোড়া রেখে আগায়।

* শচীন্দ্র নাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close