
১৫ জানুয়ারি, ২০২৩
শহরালির কড়চা

সবাই এখন আছে যেন
মেট্রোরেলের আমেজে,
উত্তরা থেকে আগারগাঁও
রেলটা গিয়ে থামে যে।
চড়তে মানুষ কিনতে টিকিট
লাইনে থেকে ঘামে যে,
মেট্রোরেলটায় চড়ার ইচ্ছা
নাইবা গেল কামে যে।
দেখতে এসে চড়ছে কেউ
চড়ছে রেলে চামে যে,
সবার প্রাণে ভীষণ উল্লাস
মেট্রোরেলের নামে যে।
ঘণ্টায় ঘণ্টায় জ্যামে আটকে
নাইরে থাকার মানে যে,
মেট্রোরেল দিবে স্বস্তি, কথা
হচ্ছে সব খানে যে।
আরো দিবে সুলভ ভাড়া
ছুটুক যেদিক পানে যে,
অনেক সময় লাঘব হবে
সবাই এসব জানে যে।
সবার প্রাণে আশার সঞ্চার
নিবিড় করে আনে যে,
দেশের বুকে মেট্রোরেল তাই
দেখতে, চড়তে টানে যে।
* জাকির আজাদ
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন