
১৫ জানুয়ারি, ২০২৩
মজার জোকস

*
বল্টুর মন খারাপ
পল্টু : কিরে বল্টু মন খারাপ কেন?
বল্টু : বউ রাগ করে আমার লগে দুই সপ্তাহ ধরে কথা কয় না। এমন বউ রেখে কী লাভ? ভাবছি ছেড়েই দিমু।
পল্টু : বলিস কী? তোর তো ঈদ। এমন বউ ছেড়ে না দিয়ে আরো বেশি আগলে রাখ। বাই দ্য ওয়ে কী করলে বউ দুই সপ্তাহ চুপ থাকবে সেই বুদ্ধিটা আমারে শিখায়ে দে।
*
গুনতে সুবিধা হবে
বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম। বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
পল্টু : এই নিন টাকা।
বিক্রেতা : এ কী, মাছের দাম তো ১০০ টাকা, ১০ টাকা দিলে কেন?
পল্টু : টাকা একটু কম দিলাম। তাতে আপনার গুনতে সুবিধা হবে।
*
সামান্য জ্বরও ভয়াবহ হতে পারে
রোগী : আজ আমি বুঝতে পারছি, সামান্য জ্বরও যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার : কীভাবে বুঝলেন?
রোগী: কীভাবে আর? আপনার লেখা ওই প্রেসক্রিপশনের কাগজটা দেখে।
ডাক্তার : তাতে কী?
রোগী : এত ওষুধ কেনার টাকা কোথায় পাব?
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন