
মজার জোকস

*
খাবার টেবিলে বসে নাহিদের বায়না-
নাহিদ : বাবা, চল আজ বাইরে কোথাও খেতে যাই। ঘরে খেতে খেতে একঘেয়েমি লেগে গেছে।
নাহিদের বাবা : যা, ভাত-তরকারি নিয়ে উঠানে গিয়ে বস। শীতে রোদ পোহানোও হবে, তোর বাইরে খাওয়ার স্বাদও মিটবে।
*
সুন্দরী এক মেয়ে দাঁড়িয়ে আছে শপিং মলের সামনে। উঠতি এক মাস্তানের খুব পছন্দ হয়েছে তাকে। সাহস করে সামনে গিয়ে দাঁড়াল। কোনো ভূমিকা ছাড়াই বলল-
মাস্তান : বিয়ে হয়ে গেছে আপনার?
সুন্দরী : জ্বি। কোনো সমস্যা?
মাস্তান : না মানে, ছেলে কী করে?
এক কথা শুনে সুন্দরী কষে এক চড় লাগালো মাস্তানের গালে-
মাস্তান : এটা কী হলো?
সুন্দরী : আফসোস! সে এখন শুধু আফসোস করে।
*
সুন্দরী নারীর প্রতিবেশী ছোটলোক। থানায় ঢুকেই এক সুন্দরী ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন-
ভদ্রমহিলা : ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর : কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা : আমি যখনই তার বাড়িতে উঁকি দেই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!
"