
২৭ নভেম্বর, ২০২২
শহরালির কড়চা

মন খুলে আর কেমনে হাসি
ঠোঁটগুলো তো নড়ে না
মিষ্টি কথায় মন ভরে ঠিক
পেট তো কারো ভরে না।
ব্যয় বাড়ছে প্রতিদিনই
আয়ের চলা উল্টো দিক
হাটবাজারে গেলে কারো
থাকে না আর মাথা ঠিক।
চাল কিনলে তেল কেনা দায়
মাছ মাংস থাক দূরে
আধা বাজার হতেই যেন
মাথা খানা বেশ ঘুরে।
এমন সময় চলছে এখন
বেঁচে থাকা কঠিন বেশ
প্রহর কাটে অপেক্ষাতে
কবে হবে এদিন শেষ।
* আবদুল লতিফ
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন