
মজার জোকস

*
স্ত্রী ও শাশুড়ির আচরণে ভয় পেয়ে জনৈক স্বামী পুলিশকে বললেন-
পুলিশ : আপনি বলছেন, আপনার স্ত্রী আপনার দিকে একটা চেয়ার ছুড়ে মারলেন?
স্বামী : হ্যাঁ।
পুলিশ : তারপর আপনার শাশুড়ি একটা টেবিল ছুড়ে মারলেন আপনার দিকে?
স্বামী : হ্যাঁ।
পুলিশ : তারপর কেন আপনি ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন?
স্বামী : যখন দেখলাম, তারা দুজনই একসঙ্গে ড্রেসিং টেবিলটার দিকে যাচ্ছে; তখন আর সাহস পেলাম না।
*
নিজেকে খুব পাকা শিকারি হিসেবে জাহির করে মামা ভাগনেকে নিয়ে শিকার করতে গেলেন। একঝাঁক উড়ন্ত বক দেখে মামা বললেন-
মামা : দেখিস, এখান থেকে গুলি করে একটাকে ফেলে দেব।
মামা গুলি করলেন কিন্তু একটা বকও পড়ল না।
ভাগনে : কই মামা, গুলি তো লাগল না।
মামা : পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটাই এখন ঘটেছে। গুলি লাগার পরও বক উড়ে যাচ্ছে।
*
ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আছে এক তরুণ। কাছ দিয়েই যাচ্ছিল ওই তরুণের এক বন্ধু। কথা হচ্ছে উভয়ের মধ্যে-
প্রথম জন : কী ব্যাপার, তুই এখানে দাঁড়িয়ে কী করছিস?
দ্বিতীয় জন : মেয়েদের দেখছি!
প্রথম জন : মানে?
দ্বিতীয় জন : ওই দেখ, ডাক্তারের চেম্বারের দরজায় ঝুলানো আছে।
প্রথম জন : ‘মেয়েদের দেখার সময় বিকাল ৪টা থেকে ৬টা’। তাতে কী হয়েছে?
দ্বিতীয় জন : তাইতো দাঁড়িয়ে নির্দেশ পালন করছি।
"