reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২২

মজার জোকস

*

হরর মুভি দেখা নিয়ে বল্টুর বউ তাকে বলছে-

বল্টুর বউ : বাইরে বেশ ঠান্ডা পড়ছে। আমি গরম গরম আলুর চপ আর লুচি আনছি। দুজনে একসঙ্গে বসে হরর মুভি দেখতে দেখতে খাব? আচ্ছা একটা এমন মুভির নাম দাও যে, ভয়ে গা কাঁটা দেয়। ওটাই দেখব।

বল্টু : ঠিক আছে, তাহলে আমাদের বিয়ের ভিডিওটা চালিয়ে দিও!

*

বিমান চালানোর সময় হঠাৎ বিমানের নিয়ন্ত্রণ হারালেন নবীন পাইলট। রেডিওর মাধ্যমে তিনি সাহায্য প্রার্থনা করতে লাগলেন-

নবীন পাইলট : আমি কিছুতেই বিমানটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না। আমাকে সাহায্য করুন।

সাহায্যকারী : ঘাবড়াবেন না। শান্ত হোন। প্রথমেই আমাকে আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে বলুন।

নবীন পাইলট : আমার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং অবস্থান বিমানের সামনের অংশে!

*

এক ইংরেজ ভদ্রলোক ঢাকার রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পিঠার দোকান দেখে দাঁড়ালেন। পিঠা দেখিয়ে বিক্রেতাকে বললেন-

ইংরেজ : হোয়াট ইজ দিস?

বিক্রেতা : ইট ইজ চিতই পিঠা।

ভদ্রলোক : হোয়াট মিনস চিতই পিঠা?

বিক্রেতা : ওয়ান সাইড ফুটা ফুটা, আন্ডার সাইড পোড়া পোড়া। ইট ইজ কল চিতই পিঠা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close