reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২২

শহরালির কড়চা

কোনোভাবে রোগী হলে

বিপদ বাড়ে মেলা,

ডাক্তার দেখে শুরু করে

নানা টেস্টের খেলা।

এই ক্লিনিক ওই ক্লিনিক

ঘুরে কাটে বেলা,

প্যাথলজি করতে থাকে

জেনেশুনে হেলা।

খুব সামান্য পেটের ব্যথায়

দিলে হঠাৎ দেখা,

প্রেসক্রিপশনে ওষুধ ছাড়া

টেস্ট শুধু লেখা।

টেস্টগুলোর কত কি নাম

হয়ে যায় শেখা,

বাধ্য হয়ে করাতে হয়

রোগীর যখন ঠেকা।

টেস্ট করানো ডাক্তারগুলোর

হয়ে যায় নেশা,

ক্লিনিকগুলোরই ব্যবসার ফাঁদ

রক্তের সঙ্গে মেশা।

কিছু কিছু দালাল চক্র

সঙ্গে থাকে ঘেঁষা,

ভুলে যায়রে ডাক্তারি যে

মহৎ এক পেশা।

* জাকির আজাদ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close