reporterঅনলাইন ডেস্ক
  ০৩ জুলাই, ২০২২

শহরালির কড়চা

আমাদের বুকে কী যে কষ্ট

কারো কাছে নয় সেটা পষ্ট

চুপিচুপি বলি তার হেতু-

পদ্মার বুকে ওই সেতু...

কত কথা বলেছি যে আগে

বিদ্বেষ, হিংসা ও রাগে।

আমাদের মুখে দিয়ে ছাই

উঠে গেল সেতু ধাঁই ধাঁই...

চারদিকে বাজে করতালি

আমাদের মুখে চুনকালি

কী করি কী করি আজ তবে

মিলে যাই ওই উৎসবে

কথা ঠিক, তবে গোপনীয়-

জনগণ বিস্মৃতিপ্রিয়;

সব যায় বেমালুম ভুলে

কে দেখাবে তর্জনী তুলে?

* শেখ সালাহ্উদ্দীন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close